জাতীয় শোক দিবসে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের বিনামূল্যে দিনব্যাপী ডায়াবেটিস রোগ নির্ণয়
আজ সকাল ৮টায় উদ্বোধন করবেন ডাঃ দীপু মনি এমপি
চাঁদপুর ডায়াবেটিক সমিতি পরিচালিত চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল চাঁদপুর ও পাশর্^বর্তী জেলার মানুষের জন্যে ডায়াবেটিস চিকিৎসা সেবা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সৌজন্যে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হবে। আজ সকাল ৮টায় চাঁদপুর শহরস্থ শপথ চত্বরে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সম্মানীয় আজীবন সদস্য ডাঃ দীপু মনি এমপি। সকল শ্রেণী-পেশার মানুষকে আজকের জাতীয় শোক দিবসের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।