চাঁদপুর শহর রক্ষাবাঁধের ভাঙ্গন প্রতিরোধে প্রধানমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রীর কথা বলেছেন ডাঃ দীপু মনি এমপি
চাঁদপুর শহর রক্ষা বাঁধকে স্থায়ীভাবে রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পানিসম্পদ মন্ত্রী এবং পানি উন্নয়ন বোর্ডের পিডির সাথে কথা বলেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি। গতকালই তিনি তাঁদের সাথে এ বিষয়ে কথা বলেছেন বলে এ প্রতিবেদককে জানান। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে দ্রুত প্রকল্প পাসে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়ার আশ^াস দিয়েছেন। ডাঃ দীপু মনি আরো জানান, আজ মঙ্গলবার তিনি আবারো পানিসম্পদ মন্ত্রীর সাথে দেখা করবেন। এছাড়া আগামীকাল মঙ্গলবার তিনি চাঁদপুর এসেই পুরাণবাজার ভাঙ্গন কবলিত এলাকায় যাবেন।
এদিকে প্রধানমন্ত্রী এবং পানিসম্পদ মন্ত্রীর আশ^াস পেয়ে ডাঃ দীপু মনি চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীকে পুরাণবাজারে ভাঙ্গন কবলিত এলাকায় কাজ শুরু করার নির্দেশ দেন। এছাড়া তিনি পাউবোর স্থানীয় কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
উল্লেখ্য, চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরাণবাজার হরিসভা এলাকায় কিছুদিন যাবৎ থেমে থেমে একেক জায়গায় ব্লক দেবে যায়। এতে ওই এলাকার মানুষের মাঝে ভাঙ্গন আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে গত ৮ আগস্ট ডাঃ দীপু মনি এমপি সে এলাকায় যান এবং ভাঙ্গন পরিস্থিতি দেখেন। তখন তিনি স্থানীয় পাউবো কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে ভাঙ্গন ঠেকাতে কাজ শুরুর নির্দেশ দেন। তাঁর নির্দেশনার সাথে সাথে পাউবো কর্তৃপক্ষ সেখানে জিও ব্যাগ ফেলা শুরু করে। এরপর গত শনিবার রাতে পাশেই আরেক স্থানে হঠাৎ বেশ কিছু ব্লক দেবে গিয়ে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ খবরটি ডাঃ দীপু মনি গতকাল দিনে শুনতে পেয়ে তাৎক্ষণিক তিনি তাঁর দলীয় নেতৃবৃন্দকে সাংবাদিক ও চেম্বার নেতৃবৃন্দকে নিয়ে ঘটনাস্থলে সরজমিনে গিয়ে ভাঙ্গন পরিস্থিতি দেখার কথা বলেন। এমপির নির্দেশনা পেয়ে সাথে সাথে তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি অবলোকন করে তাঁকে জানান।