• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সন্ধ্যায় ঈদগাহ ফেরিঘাট অভিমুখী ট্রলারে ডাকাতি : যাত্রীদের মারধর লুটপাট

প্রকাশ:  ১২ আগস্ট ২০১৮, ১৪:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল সন্ধ্যায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারে ডাকাতি হয়েছে এবং ডাকাতরা যাত্রীদের মারধর পূর্বক লুটপাট করে নির্বিঘেœ পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
    প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে চাঁদপুর শহর থেকে চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিসের ঈদগাহ ঘাট অভিমুখে যাত্রীবাহী ট্রলার ছেড়ে যায়। ১০-১৫ জন যাত্রীবাহী এমন একটি ট্রলার গতকালও ছেড়ে যায়। ট্রলারটি মেঘনার গভীরে পৌঁছা মাত্রই মুন্সিগঞ্জের দ্রুতগামী চিকন দুটি ট্রলার উক্ত ট্রলারের দুপাশে এসে যুক্ত হয় এবং ডাকাতরা চালকসহ যাত্রীদের এলোপাতাড়ি পিটিয়ে নগদ টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যায়।
    শরীয়তপুরের চরসেনসাস ইউপির চেয়ারম্যান জিতু মিয়া বেপারী চাঁদপুর-ঈদগাহ ফেরিঘাট রূটে চলাচলকারী ট্রলারের নিয়মিত যাত্রী। তিনি উপরোক্ত ডাকাতির খবরটি চাঁদপুর কণ্ঠকে জানান। তাঁর ধারণা, নদীতে মাছ না থাকায় এবং ঈদ অত্যাসন্ন বলে ডাকাতের উপদ্রব বেড়েছে। কোস্টগার্ড ও নৌপুলিশের তৎপরতা বাড়িয়ে নৌ ডাকাতদের উপদ্রব বন্ধ করার জন্যে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

সর্বাধিক পঠিত