• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর থেকে সকল রূটে দূরপাল্লার বাস চলাচল শুরু

প্রকাশ:  ০৭ আগস্ট ২০১৮, ১২:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর থেকে সকল রূটে দূরপাল্লার বাস চলাচল শুরু করেছে গতকাল সোমবার থেকে। এতে করে সড়কের যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত লাগাতার তিনদিন চাঁদপুরসহ সারাদেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়। গত ২৯ জুলাই ঢাকায় বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী ছাত্রদের বিক্ষোভ ও আন্দোলন শুরু হয়। নিরাপদ সড়কের দাবিতে এ আন্দোলন এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বেশ কিছু বাস ভাংচুর করা হয়। এজন্যে নিরাপত্তাজনিত কারণে গত শুক্রবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্যে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তিনদিন এভাবে চলার পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসলে গতকাল থেকে বাস চলাচল শুরু হয়। এটি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি সাহির হোসেন পাটওয়ারী। তিনি জানান, সকাল থেকেই বাস চলছে, কোথাও কোনো সমস্যা হয়নি।

সূত্র : চাঁদপুর কণ্ঠ

সর্বাধিক পঠিত