অনুসন্ধানী রক্তদান সংস্থা বাংলাদেশের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও ওয়েবসাইট উদ্বোধন
উৎসবমুখর পরিবেশে ‘রক্ত ঋণ রক্ত দিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুসন্ধানী রক্তদান সংস্থা বাংলাদেশের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট রোববার সকাল সাড়ে ১১টায় শহরের টেকনো হান্নান কমপ্লেক্সের ২য় তলার রসুই ঘর রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুসন্ধানী রক্তদান সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান বিএম হারুনের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক শহিদুল্লা বাবর ও সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ইফতেকুর আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, ১টি রক্তদান ১টি মানুষের প্রাণ বাঁচায়। তাই বলে কেউ লোক দেখানো রক্ত দিবেন না। আমাদের জীবন আখেরাত মুখি। তাই আল্লাহর সন্তুষ্টির জন্যই স্বেচ্ছায় রক্ত দিন।
সংগঠনের প্রশংসা করে তিনি বলেন, মানুষকে রক্তদানে সহায়তায় ২০১৭ সালে সোশ্যাল মিডিয়া ফেসবুকে যে অনুসন্ধানী রক্তদান সংস্থা বাংলাদেশ নামক ১টি গ্রুপ খোলা হয়। মাত্র ১ বছরে তার বর্তমান ফলোয়ার প্রায় ২০ হাজারেরও অধিক। সারদেশের সাড়ে ৭শ’ ব্লাড ডোনার এই গ্রুপে রয়েছে। এখন পর্যন্ত এই সংস্থা থেকে ১ হাজার ৮৫ জন লোক রক্তের সেবা পেয়েছে। মানুষের সেবাটা আরো দ্রুত দিয়ে মানুষের প্রয়োজনে পাশে থাকার জন্যই এর ওয়েবসাইট চালু করা হয়েছে। আমি এই সংগঠনকে তাদের কর্মকা-ে সব রকম সুবিধা দিয়ে পাশে থাকার অঙ্গিকার করছি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোভা এইড এবং মিডল্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ খান। তিনি বলেন, সারাদেশে এই সংগঠন সুনামের সাথে মানুষের পাশে দাঁড়াচ্ছে এটা সত্যিই প্রশংসনীয়। রক্তের কোন ধর্ম নেই তফাৎ নেই। এটা আল্লাহর দানীয়। আমি নিজেও রক্ত দান করি। তাই সবাই আল্লাহর দানীয় এই রক্ত মানুষের প্রয়োজনে বিলিয়ে দিন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কচুয়া সহকারী শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, রসুই ঘর রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের সত্ত্বাধিকারী জাহিদুল হক মিলন,তরপুচন্ডী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আলমগীর বন্দুকশী, অনুসন্ধানী রক্তদান সংস্থা বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ আতিকুর রহমান সাগর, সমাজসেবক মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুসন্ধানী রক্তদান সংস্থা বাংলাদেশের অর্থ সম্পাদক শেখ ফরিদ, ঢাকা ইউনিট প্রধান প্রান্ত সাহা নয়ন, চাঁসক প্রাণীবিদ্যা বিভাগ সভাপতি টিপু সুলতান প্রমুখ। সংগঠনে থেকে এখন পর্যন্ত মাহমুদ ফয়সাল ৪০ ব্যাগ, এনায়েতুল্লা মাসুম ২৫ ব্যাগ, প্রান্ত সাহা নয়ন ২২ ব্যাগ, আব্দুল্লা আল নোমান ২০ রক্ত দিয়ে মানুষকে সহযোগিতা করায় তাদের প্রতি সম্মান জ্ঞাপন করা হয়। পরে অতিথিবৃন্দের হাত থেকে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে টি শার্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইসলামী সংগঠন মোহনা শিল্প গোষ্ঠির সহকারী পরিচালক আব্দুর সালাম তামিম সংগীত পরিবেশন করেন এবং শিল্পী মোঃ সোহেল পবিত্র কোরআন তেলাওয়াত করেন। এসময় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।