ডাঃ দীপু মনির নতুন বাসায় কোরআনখানি মিলাদ ও দোয়া মাহফিল
পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ডাঃ দীপু মনি তাঁর নতুন বাসা উদ্বোধন করেছেন। চাঁদপুর শহরের নতুন বাজারস্থ জেএম সেনগুপ্ত রোড এলাকায় অবস্থিত ডাঃ দীপু মনির নতুন এই বাসভবন। অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য মধ্য দিয়ে গতকাল সোমবার বাদ মাগরিব এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বাদ আছর থেকে হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের দ্বারা পবিত্র কোরআন খতম করা হয়। এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতা-কর্মী ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক আলেম, পীর-মাশায়েখ, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, মোহাদ্দেস, মোফাচ্ছের, মুফতি, প্রশাসনিক কর্মকর্তা, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষ অংশ নেন।
বাদ মাগরিব মিলাদ ও দোয়ার পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। মিলাদ-কিয়ামের পর উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ডাঃ দীপু মনি এমপি। তিনি তাঁর বক্তব্যের শুরুতে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার পৈত্রিক ভিটেমাটি চাঁদপুর সদরের রামপুর ইউনিয়নে। কিন্তু চাঁদপুর শহরে আমার কোনো ঠিকানা ছিলো না। আল্লাহর অশেষ রহমতে চাঁদপুর পৌরসভার সহযোগিতায় এবং আমার অনেক ভাইয়ের প্রচেষ্টায় শহরে একটি ঠিকানা হলো। আল্লাহর নাম নিয়ে আজ আমার এই নতুন বাসায় উঠলাম। যারা আমার আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন তাঁদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমি যেনো বিগত সময়গুলোর ন্যায় সামনের দিনগুলোতেও আপনাদের সেবা করতে পারি, আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে দাঁড়াতে পারি। আসুন, আমরা সকলে সম্মিলিত প্রয়াসে দেশটাকে এগিয়ে নিয়ে যাই।
ডাঃ দীপু মনির বক্তব্যের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। আগত অতিথিদের অভ্যর্থনা জানান চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিলাদ-কিয়াম পরিচালনা করেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীরজাদা মাওঃ খাজা মোঃ জোবায়ের। মোনাজাত পরিচালনা করেন জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি আলহাজ¦ মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান পিএএ, পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা পিএএ প্রমুখ।
উল্লেখযোগ্য সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ¦ অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, শহীদ পাটোয়ারী, বর্তমান সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আলহাজ¦ মির্জা জাকির, জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি মোঃ আবদুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ। এছাড়া টেলিভিশন সাংবাদিক ফোরাম ও ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশেনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চাঁদপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ শিক্ষকম-লী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।