আজ চাঁদপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন প্রধান অতিথি ডাঃ দীপু মনি এমপি
'অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা-ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা' এ প্রতিপাদ্য নিয়ে এবার চাঁদপুরে ৩০ জুলাই থেকে সপ্তাহব্যাপী জাতীয় বৃক্ষ মেলা উদ্যাপন হচ্ছে।
চাঁদপুরে জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে আজ ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে 'বৃক্ষ মেলা ২০১৮' শুরু হবে। আজ সোমবার সকাল ১০টায় এ বৃক্ষমেলার শুভ উদ্বোধন করবেন চাঁদপুর-৩ আসনের সংসদ আলহাজ্ব ডাঃ দীপু মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী আহম্মদ।
কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষিবিদ আবদুল মান্নান এ প্রতিনিধিকে জানান, এবার বৃক্ষ মেলায় কৃষি বিভাগের ১টি, বন বিভাগের ১টি ও বেসরকারি নার্সারী মালিকদের ১৮টি স্টল মেলায় স্থান পাবে।
সুত্র : চাঁদপুর কণ্ঠ