• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ডিসি সম্মেলনে যাচ্ছেন চাঁদপুরের জেলা প্রশাসক

প্রকাশ:  ২৩ জুন ২০১৮, ০৮:৫৭ | আপডেট : ২৩ জুন ২০১৮, ০৮:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 জেলা প্রশাসক সম্মেলন (ডিসি সম্মেলন) ২৪ জুলাই ঢাকায় শুরু হবে। তিনদিনব্যাপী  এই সম্মেলন শেষ হবে ২৬ জুলাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান যোগ দেবেন। তিনি এ জেলায় যোগদানের পর ডিসি সম্মেলনে তাঁর এটাই প্রথম অংশগ্রহণ।
    মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ জানিয়েছেন, তৃণমূলের প্রশাসনকে চাঙ্গা রাখা, উন্নয়ন কর্মকা- বাস্তবায়নে গতি আনা, তৃণমূল পর্যায়ে সরকারের নীতি ও দর্শনের বাস্তবায়ন ও পর্যালোচনা, ভুলভ্রান্তি সংশোধন, সরকারের নীতি-নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়ার লক্ষ্যেই প্রতিবছর মন্ত্রিপরিষদ বিভাগ এই জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করে। এই সপ্তাহেই সম্মেলনের তারিখ জানিয়ে জেলা প্রশাসকদের চিঠি দেয়া হয়েছে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে সরকারের নীতি, দর্শন, প্রাধিকার এগুলো নিয়ে প্রতি বছর এ বৈঠক হয়। এবারও এটা হবে।
    তিনি বলেন, জেলা প্রশাসক সম্মেলন রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এখানে মুক্ত আলোচনায় প্রধানমন্ত্রী মাঠ প্রশাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় শোনেন ও নির্দেশনা দেন। এবারও সম্মেলনে মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবরা অংশ নেবেন। কার্য অধিবেশনগুলোতে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব। (তথ্য সূত্রে : বাসস)

 

সর্বাধিক পঠিত