• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরের সর্বস্তরের নেতা-কর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ২২ জুন ২০১৮, ১১:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার সাধারণ জনগণ এবং দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি। তিনি গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে এ শুভেচ্ছা বিনিময় করেন। তিনি চাঁদপুরের কয়েকজন প্রবীণ আওয়ামী লীগ নেতার বাসায় গিয়ে তাঁদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ও চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান আবদুর রহমান দুদু। এছাড়া তিনি সদ্য প্রয়াত ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারীর বাড়িতে যান। তিনি মরহুমের কবর জিয়ারত করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
    দুপুরের পর ডাঃ দীপু মনি হাইমচর উপজেলা সফর করেন। তিনি সেখানকার সাধারণ জনগণ এবং দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
    সন্ধ্যার পর থেকে তিনি চাঁদপুর শহরের মিশন রোডস্থ বাসায় অবস্থান করেন। আর তখন থেকেই দলের নেতা-কর্মী ও নির্বাচনী এলাকার সাধারণ জনগণ তাঁর বাসায় ভিড় করতে থাকেন। নারী-পুরুষ দলে দলে তাঁর বাসায় আসতে থাকে। মধ্য রাত পর্যন্ত ডাঃ দীপু মনি সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।