• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রতিভাস সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল ও দোয়া

প্রকাশ:  ০৯ জুন ২০১৮, ২২:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

প্রতিভাস সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শহরের মাদ্রাসা রোডস্থ রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এতিমখানায় ইফতার মাহফিল ও দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্যাহ অলি, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, আরএমআর গ্রুপের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, ব্যবসায়ী নাছির খান, গোপাল সাহা, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডঃ পলাশ মজুমদার, রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এতিমখানা মসজিদের ইমাম মাওঃ রশিদুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এতিমখানার প্রিন্সিপাল মাওঃ মুসা।
সংগঠনের সভাপতি ডিকে মৃণালের সভাপতিত্বে এবং সহ-সভাপতি হিরেন্দ্র দেবনাথের পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য প্রণব সাহা, মোজাম্মেল হক, ফারুক মৃধা, গোলাম মোস্তফা, ফারুক চোকদার, মশিউর রহমান আপেল, ডিকে মৃধুল, খোরশেদ আলম কাজল, মুকবুল হোসেনসহ অন্যান্যরা।