• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

প্রকাশ:  ১৭ ডিসেম্বর ২০১৭, ১৪:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুরের ইব্রাহিমপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফের ফেরি চলাচল শুরু হয়েছে।আজ রবিবার রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।এই চার ঘণ্টা আলুর বাজার ফেরি ঘাটে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও মালবোঝাই যানবাহন আটকা পড়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়।বিশেষ করে খুলনা যশোর, সাতক্ষীরা, বেনাপোল, ফরিদপুর, বরিশাল থেকে ছেড়ে আসা রাত্রীকালীন বাস যাত্রীরা শীতের মধ্যে চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে চলতি মৌসুমে আজকেই ছিল সবচেয়ে বেশি কুয়াশার চাদরে ঢাকা।এ ব্যাপারে বিআইডব্লিউটিসির ইব্রাহিমপুর ঘাটের ম্যানেজার আব্দুস সাত্তার সাংবাদিকদের জানান, শনিবার রাত ৩টার দিকে কুয়াশা বাড়তে থাকলে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘন কুয়াশার কারণে চলাচলের পথ দেখা না যাওয়ায় মাঝ পদ্মায় একটি ফেরি নোঙ্গর করে রাখা (কালের কণ্ঠ)

সর্বাধিক পঠিত