শিক্ষার সার্বিক উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা দরকা
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী বলেছেন, কেবল অবকাঠামো উন্নয়নে নজর দিলেই চলবে না, পাশাপাশি যোগ্য শিক্ষক, দক্ষ ম্যানেজিং কমিটি, মানসম্মত পাঠদান, অভিভাবকদের সচেতনতা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম নিশ্চিত করতে হবে। এক কথায় শিক্ষার সার্বিক উন্নয়ন ঘটাতে হবে। আর এজন্যে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। তিনি বলেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে শতভাগ শিক্ষা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে আসছেন। সরকারের আন্তরিকতা ও সদিচ্ছাকে আমাদের কাজে লাগাতে হবে।
তিনি গত বুধবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার মালিগাঁও উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামালের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির মজুমদার। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাজী বেলাল, কাজী নজরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা সোহাগ পাটওয়ারী প্রমুখ।
তিনি বিদ্যালয়ের বিভিন্ন ভবন, শ্রেণীকক্ষ ও মাঠ পরিদর্শন করেন। পরে প্রধান শিক্ষকের কক্ষে শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। তিনি বিদ্যালয়ের সমস্যা সমাধানে চাঁদপুর জেলা পরিষদ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পর্যায়ক্রমে সহযোগিতার আশ্বাস দেন।