• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অনুমোদনের আট বছরেও ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স হচ্ছে না

প্রকাশ:  ২২ অক্টোবর ২০১৭, ১০:৫৭ | আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৪:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

এলাকাবাসীর গ্রুপিং, নাটকীয়তা ও মামলা জটিলতার কারণে অনুমোদনের ৮ বছরেও নির্মিত হচ্ছে না চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। নতুন ভবন নির্মাণে সরকারি নিয়ম মানা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে ভবন নির্মাণ কাজ বন্ধ রয়েছে। পুরনো ঝুঁকিপূর্ণ ভবনে ও চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে কার্যক্রম চালাতে হচ্ছে। এতে করে ওই ইউনিয়নের কার্যক্রম স্থবির হয়ে পড়ছে।

সাধারন মানুষ ইউনিয়ন পরিষদের যেসব সেবা আছে বিশেষ করে, কৃষি তথ্য সেবা, ডিজিটাল তথ্য সেবা, চেয়ারম্যান সার্টিফিকেট, ওয়ারিশান সার্টিফিকেট, জন্মনিবন্ধন এসব পেতে জনগনের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলাকাবাসী জানান, রাঢ়ীকান্দি বাজার সংলগ্ন স্থানে বিগত বছর ধরে টিনশেড ভবনে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম চলে আসছিল। ১৯৬১ সালে পাকা ভবন নির্মিত হয়। ওই পাকা ভবনে প্রায় ৫০ বছর কার্যক্রম চলার পর ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ২০০৯ সালে স্থানীয় সাবেক এমপির ডিও’র মাধ্যমে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন অনুমোদন পায়। কিন্তু দুই গ্রুপের দলাদলির কারনে এখনো পর্যন্ত ভবন নির্মিত হচ্ছে না। ফলে পুরো ইউনিয়নবাসীর স্থানীয় সরকার সেবা ব্যবস্থা একেবারেই ভেঙ্গে পড়েছে।

রাঢ়ীকান্দি, নবুরকান্দি ও গোয়ালভাওরসহ কয়েকটি গ্রামের জনগণ চায় পুরনো ভবনের জায়গায়ই নতুন কমপ্লেক্স ভবন নির্মিত হোক। অন্য আরেকটি গ্রুপ চায় মান্দারতলী গ্রামে কমপ্লেক্সটি নির্মিত হোক। তাদের দুই গ্রুপের দলাদলি ভবন নির্মাণে বাঁধা হয়ে দাঁড়ায়। রাঢ়ীকান্দিতে পুরনো ভবনের স্থানে ৫০ শতক জায়গা থাকা সত্ত্বেও মান্দারতলীতে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হলে রাঢ়ীকান্দি গ্রামবাসী গত ২০১২ সালে আদালতে মামলা দায়ের করেন। আদালত ভবন নির্মাণ কার্যক্রম স্থগিত করেন। এরপর মান্দারতলীতে ৫০ শতক জায়গা প্রস্তুত করা হলে জায়গার মালিক আদালতে আরেকটি বাটোয়ারা মামলা দায়ের করেন। বর্তমানে উচ্চ আদালতে দুইটি বাটোয়ারা মামলা চলমান রয়েছে।

রাঢ়ীকান্দি গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, সরকারি নিয়ম অনুযায়ী পুরনো ভবনের স্থানেই নতুন কমপ্লেক্স নির্মাণ হওয়ার কথা। পুরনো অফিসের সাথে জনগনের যোগাযোগ ব্যবস্থাও ভাল। কিন্তু সরকারি কিছু অসাধু কর্মকর্তারা সেটা না করে অন্যত্র ইউপি ভবন নির্মাণের পায়তারা করছে। স্থানীয় ইউপি সদস্য মো. সবুজ মিয়া বলেন, নতুন ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণে সরকারি নিয়ম মানছেন না কর্মকর্তারা। যার কারনে আদালতে মামলা করা হয়েছে। পুরনো ভবনের জায়গায়ই নতুন কমপ্লেক্স নির্মাণ করার দাবী জানান স্থানীয় বাসিন্দা আমিনুল হক, আবুল কালাম, ফখরুল ইসলাম, আব্দুল্লাহ সরকার, ওয়াছকুরুনীসহ এলাকাবাসী।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. এনামুল হক বলেন, আদালতে মামলা চলমান থাকার কারণে ফতেপুর পশ্চিম ইউপি কমপ্লেক্স ভবনের কাজ স্থগিত রয়েছে। আদালতের রায় যেভাবে আসবে ঠিক সেভাবেই নতুন ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে।

ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ বলেন, চাঁদপুর জজ আদালত ও হাই কোর্টে দুইটি মামলা বিচারাধীন। মামলার কারনে ভবন নির্মাণ করা যাচ্ছে না। আদালত যেভাবে রায় দেবেন সেভাবেই ভবন নির্মাণ হবে।