• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মেঘনা উত্তাল থাকায় চাঁদপুর রকেট ঘাটে গ্রীন লাইন-২

প্রকাশ:  ২২ অক্টোবর ২০১৭, ১০:৫১ | আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১১:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ঢাকা-বরিশাল রুটে দ্রুতগামী যাত্রীবাহী জাহাজ গ্রীন লাইন-২ মেঘনা নদীতে পানি উত্তাল থাকায় নিরাপদ স্থান চাঁদপুর রকেট ঘাটে অবস্থান করছে। গতকাল শনিবার ২১ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে চাঁদপুর মোহনার অংশে পরিস্থিতি খারাপ দেখে ৫ শতাধিক যাত্রী নিয়ে গ্রীন লাইন-২ চাঁদপুর রকেট ঘাটে অবস্থান নেয়। উক্ত জাহাজের মাস্টার মোঃ ফরিদুল ইসলাম জানান, চাঁদপুরের কিছু স্থানীয় অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে লঞ্চের ক্ষয়-ক্ষতি হয়েছে আসলে তা কিছুই হয়নি। যাত্রীদের নিরাপত্তার জন্য আমি লঞ্চ নিয়ে নিরাপদ স্থানে অবস্থান করছি। অনেক যাত্রী নিজেদের প্রয়োজনে নিজ ব্যবস্থাপনায় চলে গেছেন। বর্তমানে এখন পর্যন্ত লঞ্চে প্রায় ১শ' ১২ জন যাত্রী রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে গ্রীন লাইন-২ নিয়ে পুনরায় বরিশালের উদ্দেশ্যে রওয়ানা করবো।

 


এ ব্যাপারে নৌ পরিবহন উর্ধ্বতন কর্মকর্তা এডিসিপি আব্দুল্লা আল বাকি বলেন, আপনারা আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত চাঁদপুর ৫নং ঘাটে অবস্থান করবেন। তিনি মাস্টারের উদ্দেশ্যে বলেন, বিপদ সীমা নরমাল না হওয়া পর্যন্ত স্থান ত্যাগ করবেন না। আবহাওয়া নিয়ন্ত্রণে আসলে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হবেন। তিনি যাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন, রাতের বেলায় এই লঞ্চ চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। আপনারা এখানে নিরাপদে আছেন।

সর্বাধিক পঠিত