• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রোটারী ক্লাব অব মতলবে নারীদের সম্পৃক্ততা প্রশংসনীয়

প্রকাশ:  ২২ অক্টোবর ২০১৭, ১০:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২-এর গভর্নর রোটারিয়ান প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী এমপিএইচএফ, বি, পিএইচএস বলেছেন, রোটারী ক্লাব অব মতলবে নারীদের সম্পৃক্ততা প্রশংসনীয়। কারণ এ ক্লাবের শুরু থেকে নারীরা ক্রমশ সম্পৃক্ত হয়েছে এবং আরো সম্পৃক্ত হচ্ছে। রোটারী ক্লাব অব মতলবের কার্যক্রম প্রশংসনীয়। কারণ এ ক্লাব গভর্নরের চাহিদা অনুযায়ী সকল কার্যক্রম গ্রহণ করতে পেরেছে। এজন্যে আমি রোটারী ক্লাব অব মতলবের সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, ১৯৮৫ সাল থেকে রোটারী পোলিওর জন্য কাজ করছে। ৩২ বছর ধরে কাজটি করছে রোটারী। ২০১৮ সালের জুন মাসের মধ্যে সারা বিশ্ব থেকে পোলিও নির্মূল করা হবে। রোটারী ক্লাব অব মতলবের সাংগঠনিক সকল ক্ষেত্রে আমার সার্বিক সহযোগিতা থাকবে। আপনারা নিয়মিত ক্লাব মিটিং এবং সেবামূলক কাজগুলো চালিয়ে যাবেন। গতকাল ২১ অক্টোবর রোটারী ক্লাব অব মতলব পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে হলরুমে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

 


রোটারী গভর্নরের এঙ্ক্লুসিভ মিটিং ও অ্যাসেম্বলী শেষে রোটারী ক্লাব অব মতলবের ১৫২তম ও ২০১৭-১৮ রোটারী বর্ষের ১৭তম সভার কার্যক্রম শুরু করেন ক্লাবের সভাপতি রোটাঃ ডাঃ একেএম মাহবুবুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২-এর পদ্মা জোনের লেঃ গভর্নর রোটাঃ কাজী শাহাদাত পিএইচএফ, অ্যাসিস্টেন্ট গভর্নর রোটাঃ তমাল কুমার ঘোষ, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রোটাঃ মোস্তাক আহমেদ ও ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটাঃ মাহাবুবুর রহমান সুমন। সভায় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব মতলবের সাধারণ সম্পাদক রোটাঃ মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি ও রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ রোটাঃ আফরোজা খাতুন, কোষাধ্যক্ষ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে আবাসিক মেডিকেল অফিসার রোটাঃ ডাঃ মাহমুদুল হাসান সুমন, সার্জেন্ট এট আর্মস ও মতলব প্রেসক্লাবের সভাপতি রোটাঃ গোলাম সারওয়ার সেলিম, ডিরেক্টর ও মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাস, ডিরেক্টর ও মতলব প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক রোটাঃ মাহফুজ মলি্লক, ডিরেক্টর ও মতলব প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, বুলেটিন এডিটর রোটাঃ ডাঃ নুসরাত জাহান মিথেন, চার্টার মেম্বার রোটাঃ ডাঃ মহিবুল্লাহ, ট্রেইনার রোটাঃ ডাঃ আবু তাহের, মেম্বার ও মতলব পৌরসভার প্যানেল মেয়র-২ রোটাঃ কিশোর কুমার ঘোষ, মেম্বার ও দেশসেরা শিক্ষিকা রোটাঃ নুরুন নাহার আক্তার বকুল, মেম্বার ও মুক্তি কমপ্লেঙ্রে স্বত্বাধিকারী রোটাঃ আবদুল লতিফ মিয়াজী, মেম্বার রোটাঃ মনির হোসেন।

 


সভা শেষে জেলা-৩২৮২-এর গভর্নর রোটারী ক্লাব অব মতলবের প্রেসিডেন্ট ও সেক্রেটারীকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। ক্লাব অ্যাসেম্বলীর শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। প্রত্যয় পাঠ করেন ক্লাবের ডিরেক্টর ও চাঁদপুর কণ্ঠের মতলব ব্যুরো ইনচার্জ রেদওয়ান আহম্দে জাকির।

 


রোটারী ক্লাব অব মতলবের নতুন সদস্য হিসেবে মতলব দক্ষিণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণী দাস তারাকে প্রত্যয় পাঠ করান রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২-এর গভর্নর প্রফেসর ড. তৈয়ব চৌধুরী এমপিএইচএফ, বি, পিএইচএস। পরে রোটারী ক্লাব অব মতলবের পক্ষ থেকে গভর্নর মতলব ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী মোঃ নাজির সরকার এবং মতলবগঞ্জ জে.বি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী অন্তর চন্দ্র সরকারকে বৃত্তি প্রদান করেন। এছাড়া গভর্নর এই দুই শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা ও মতলব পৌরসভার প্যানেল মেয়র ও ক্লাবের মেম্বার রোটাঃ কিশোর কুমার ঘোষ ফরম ফিলাপের খরচ বহন করবেন বলে ঘোষণা দেন।