• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কৌশল নির্ধারণ করে চাঁদপুর শহরের এসবি খাল পুনরুদ্ধারের চ্যালেঞ্জ আমরা ওভারকাম করতে চাই

প্রকাশ:  ১৯ অক্টোবর ২০১৭, ১৮:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের এসবি খাল পুনরুদ্ধার সংক্রান্ত এক মতবিনিময় সভা গতকাল বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর শহরবাসীর প্রাণের দাবির প্রেক্ষিতে আমাদের মূল টার্গেট হলো এসবি খাল উদ্ধার করা। এ কাজটি অনেক কঠিন হলেও আমরা সবার মতামত ও পরামর্শ মোতাবেক কৌশল নির্ধারণ করে পদক্ষেপ নিবো। খালের চ্যানেলটি চিহ্নিত করে আমরা এই খাল পুনরুদ্ধারের চ্যালেঞ্জ ওভারকাম করতে চাই।

 


উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ্ মোহাম্মদ মাকসুল আলম, বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, বর্তমান সাধারণ সম্পাদক জিএম শাহীন, সাংবাদিক ফারুক আহম্মদ প্রমুখ। চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত, বর্তমান সভাপতি শরীফ চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


সভার শুরুতে সিএস ম্যাপে চাঁদপুর শহরের এসবি খালের অবস্থানের চিত্র তুলে ধরেন চাঁদপুর সদরের এসিল্যান্ড অভিষেক দাশ। সেই ম্যাপ পর্যালোচনায় বক্তারা বলেন, শহরের দক্ষিণে ডাকাতিয়া নদী এবং উত্তরে মেঘনার সাথে এসবি খাল সংযুক্ত ছিলো। বেগম মসজিদের কাছে খালের প্রশস্ততা বেশি দৃশ্যমান হলেও কোড়ালিয়া অংশে খালের জায়গা দখল বেদখল হয়েছে। কোড়ালিয়া ব্রিজের কাছে মসজিদটি রেখে এখান দিয়ে খালের পানি প্রবাহ মেঘনার সাথে সংযুক্ত করতে হবে। প্রয়োজনে সেখান থেকে জায়গা অধিগ্রহণেরও পরামর্শ উঠে আসে আলোচনায়। বক্তারা আরো বলেন, কোড়ালিয়ার অংশে এসবি খালের পানি যাতে মেঘনায় নিষ্কাশন হতে পারে পানি প্রবাহের সেই স্রোত তৈরি করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে

সর্বাধিক পঠিত