সকল প্রাথমিক বিদ্যালয়ে অ্যাকটিভ মাদার্স ফোরাম গঠন ও শিশুদের নৈতিকতা শেখাতে চর্চা অব্যাহত রাখা হবে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগিতায় গতকাল ১৮ অক্টোবর ২০১৭ সকাল ১১টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাক চাঁদপুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি কাজী শাহাদাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবির উদ্দিন ও চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম। সভার শুরুতে বিগত মতবিনিময় সভার কার্যবিবরণী পাঠ ও অগ্রগতি পর্যালোচনা করেন টিআইবি'র এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দ্বি-পাক্ষিক আলোচনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সনাক চাঁদপুর প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাছে এটা একটা ইতিবাচক দিক। তিনি মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে স্কুলের ফলাফল ভালো করার জন্যে প্রধান শিক্ষকদের প্রতি আহ্বান জানান। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন জোরদারকরণের জন্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ বদ্ধপরিকর। উত্তর শ্রীরামদী ও উত্তর তরপুরচ-ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সকল সমস্যা ছিলো তা অনেকটাই পূরণ হয়েছে। আশা করছি, আরও যে সকল সমস্যা রয়েছে তা এসএমসি ও সকলের সহযোগিতায় সমাধান করা হবে। তিনি প্রাথমিক শিক্ষাখাতে সনাকের ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করার জন্যে আগামী মাসিক সমন্বয় সভায় সনাক ও টিআইবি'র প্রতিনিধিদের উপস্থিতি কামনা করেন। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবির উদ্দিন বলেন, শিক্ষাখাতে সনাকের অভিজ্ঞতাগুলো চাঁদপুরের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে কীভাবে ছড়িয়ে দেয়া যায় সে বিষয়ে আমরা কাজ করছি। আজকের সভা থেকে প্রাথমিক শিক্ষাখাতে অনেকগুলো বিষয় নিয়ে যে সুপারিশ এসেছে তা পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করা হবে। আজকের সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সনাক ও প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের দ্বি-পাক্ষিক আলোচনার ফলে প্রাথমিক শিক্ষা কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। তিনি প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, প্রধান শিক্ষকগণ এসএমসি সভাপতি, পিটিএ কমিটি ও জনপ্রতিনিধিদের সহযোগিতা নিয়ে স্কুলের উন্নয়ন কর্মকা- ত্বরান্বিত করবেন এবং কর্তৃপক্ষকে জানাবেন।
তিনি আরও বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ জাতির অন্যতম দাবি। তিনি মতবিনিময় সভায় সহযোগিতা করার জন্যে সনাককে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম বিগত সভার সুপারিশ ও সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, উত্তর তরপুরচ-ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট সংক্রান্ত যে সমস্যাটি ছিলো তা বর্তমানে কিছুটা সমাধান হলেও একটা স্থায়ী সমাধান দরকার। তিনি এ ব্যাপারে অতি দ্রুত সমস্যাটি সমাধান করার আশ্বাস প্রদান করায় এসএমসি সভাপতি কাজী মাহবুবুল হককে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ সকল সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এ সকল সভা থেকে যে সমস্যা ও সুপারিশ আসে যা শিক্ষার মানোন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি অ্যাকটিভ মাদার্স ফোরাম গঠনের জন্যে একটি গাইডলাইন প্রত্যেকটি স্কুলে দেয়ার জন্যে সনাকের প্রতি আহ্বান জানান। তিনি সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্যে প্রধান শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান জানান।
সনাক সভাপতি কাজী শাহাদাত বলেন, শিক্ষা কর্তৃপক্ষ, বিদ্যালয় কর্তৃপক্ষ, এসএমসি ও অভিভাবক সকলের আন্তরিক সহযোগিতায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করা সম্ভব। তিনি বলেন, উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা সমাধানে ইতোমধ্যে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা হয়েছে। অ্যাকটিভ মাদার্স ফোরাম গঠনের জন্যে সকল স্কুল এখনো কোনো উদ্যোগ গ্রহণ করে নি। তাই তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের স্বাক্ষরিত একটি চিঠি প্রধান শিক্ষক মহোদয়গণের বরাবরে প্রদানের আহ্বান জানান। এছাড়াও প্রত্যেকটি স্কুলে বর্ণমালার নীতিকথা বইটির চর্চা করার জন্যে শিক্ষা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতার ফলে প্রাথমিক শিক্ষার মান আরও বৃদ্ধি করা সম্ভব।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ হোসেন খান বলেন, শ্রেণিকক্ষে পাঠদানের ব্যাপারে শিক্ষকবৃন্দ অত্যন্ত আন্তরিক। তারপরও শ্রেণিকক্ষে মানসস্মত শিক্ষা প্রদানের জন্যে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। উত্তর শ্রীরামদী ও উত্তর তরপুরচ-ী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমস্যাগুলো নিয়ে যে আলোচনা হয়েছে আশা করছি শিক্ষা কর্তৃপক্ষের সহযোগিতায় তা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। এ ব্যাপারে তিনি এসএমসি ও পিটিএ কমিটিগুলোর সহযোগিতা কামনা করেন। তিনি মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্যে সকলকে ধন্যবাদ জানান।
মতবিনিময় সভার উল্লেখযোগ্য সুপারিশ ও প্রস্তাবনাসমূহ হলো : শিক্ষা কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভায় সনাক ও টিআইবি প্রতিনিধির উপস্থিতি; প্রত্যেকটি স্কুলে অ্যাকটিভ মাদার্স ফোরাম গঠনের জন্য নীতিমালাসহ দ্রুত চিঠি প্রেরণ; উত্তর শ্রীরামদী ও শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার সমস্যা সমাধানে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করা; শ্রেণিকক্ষের সাময়িক সমস্যা সমাধানে অন্য স্কুল থেকে বেঞ্চ সংগ্রহ করে শিশুকল্যাণের একটি শ্রেণিকক্ষ ব্যবহার করা; উত্তর তরপুরচ-ী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট সমস্যা আগামী সভার আগেই সমাধান করা; জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিসের ওয়েবপোর্টাল দ্রুত আপডেট করা; সনাকের সাথে প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের দ্বি-পাক্ষিক আলোচনা আরও জোরদার করা; স্কুলের কল্যাণ সমিতির সহযোগিতায় বিদ্যালয়ে বেঞ্চের সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা; বর্ণমালার নীতিকথা পুস্তিকাটির নিয়মিত চর্চার জন্য স্কুলগুলোতে চিঠি প্রেরণ করা।
টিআইবি'র রাজন চন্দ্র দে'র উপস্থাপনায় মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কেএম মোসতাক আহমেদ ও দেলোয়ার হোসেন, উত্তর তরপুরচ-ী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি কাজী মাহবুবুল হক ও প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, উত্তর শ্ররামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান সিদ্দিকী, সনাক সদস্য প্রফেসর মনোহর আলী, মোঃ আব্দুস সামাদ দেওয়ান, মোঃ আব্দুল মালেক ও মোঃ আলমগীর পাটওয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়েস সদস্য রত্না আক্তার ও রাজীব দাস প্রমুখ।