সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে কিন্তু অক্টোবর বিপ্লবের পতন হয়নি
'ব্যক্তি মালিকানার পৃথিবীকে বদলে দিয়ে সামাজিক মালিকানায় মানবিক বিশ্ব গড়ে তুলুন' শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয় অক্টোবর বিপ্লব শতবর্ষ উদ্যাপন কমিটির গণসমাবেশ।
গতকাল ১৮ অক্টোবর বিকেলে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঐক্য ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি পংকজ ভট্টাচার্য। তিনি তাঁর বক্তব্যে বলেন, সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে কিন্তু অক্টোবর বিপ্লবের পতন হয়নি। সোভিয়েত সমাজ ব্যবস্থা এখন আর নেই। ৭০ বছর স্থায়ী হওয়ার পর তার যে পতন হয়েছে, সেটা কিন্তু সমাজতন্ত্রের পতন নয়। সমাজতন্ত্রের আদর্শ সারা পৃথিবীব্যাপী মানুষের চেতনায় বিরাজমান। সোভিয়েত ইউনিয়ন পতনের ফলে সারা পৃথিবীর মানুষকে আজ চরম মূল্য দিতে হচ্ছে। আজ পুঁজিবাদীরা প্রবল শক্তিমান, প্রকৃত পক্ষে তারাই সমাজের শাসক। সমাজতান্ত্রিক ব্যবস্থায় শোষণের অবসান ঘটে। এ ব্যবস্থা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের মত মৌলিক অধিকারসমূহ নিশ্চিত করে। তাই সামাজিক মালিকানা তথা সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হই। তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে রাজনীতি আছে কিনা এ নিয়েও প্রশ্ন তুলে বলেন, ১৯৭১ সাল হতে ৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর সরকারে একটি সমান্তরাল সরকার ছিল। যার ফলস্বরূপ বঙ্গবন্ধুকে হত্যা করার পরও খন্দকার মোস্তাক রাষ্ট্রক্ষমতায় আসীন হয়। কিন্তু কিভাবে রাষ্ট্র ক্ষমতায় এলো তা জানা যায়নি। আজ মনে হয় শেখ হাসিনার সরকারেও সমান্তরাল সরকার রয়েছে। যদি তা না হতো, তাহলে মুক্তিযুদ্ধের সমর্থিত সরকার ক্ষমতায় থাকার পরও কিভাবে দেশে সাম্প্রদায়িক শক্তি বিরাজ করে চলছে। আজ দেশে অনেক অসঙ্গতি সৃষ্টি হচ্ছে? নারী ক্ষমতায় থাকার পরও নারীরাই বেশি করে লাঞ্ছিত হচ্ছে। দেশে বড় বড় বিল্ডিং হচ্ছে, কিন্তু কৃষক, শ্রমিক মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। এই সকল অসঙ্গতি দূর করতে হলে মহান আক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের শিক্ষায় শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে।
অক্টোবর বিপ্লব শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক শ্যামাপদ ঘোষ ভুলুর সভাপ্রধানে ও সদস্য সচিব শাহজাহান তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাহেদুল হক মিলু, সিপিবির জেলা সভাপতি মনীষা চক্রবর্তী, শতবর্ষ উদ্্যাপন কমিটির যুগ্ম-আহ্বায়ক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার ও ফয়েজ আহম্মদ মন্টু।
অনুষ্ঠান শুরুর প্রাক্কালে উদীচী শিল্পী গোষ্ঠী চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক প্রশিকা সরকারের পরিচালনায় উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। এর পূর্বে অক্টোবর বিপ্লব শতবর্ষ উদ্যাপন কমিটির আয়োজনে চাঁদপুর পৌর পাঠাগার হতে সুসজ্জিত লাল পতাকা র্যালী বের করা হয়। র্যালীটি চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশস্থলে এসে যোগ দেয়। সমাবেশকে ঘিরে শ্রমিক, জনতা, সামাজিক, সাংস্কৃতিক কর্মীসহ ব্যাপক মানুষের উপস্থিতি পরিলক্ষিত হয়।