• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

৩৭ বছর বয়সে ৩৮ সন্তানের মা!

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৭, ১৩:৫৭ | আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৪:১৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

সন্তানের মা হওয়া প্রত্যেক নারীর কাছেই এক সৌভাগ্যের ব্যাপার। এক জীবনকে পৃথিবীতে নিয়ে আসার মতো ক্ষমতা নারীর শরীরেই থাকে। কিন্তু উগান্ডার মারিয়ামের গল্প শুনলে হতবাক হয়ে যাবেন আপনি।

মারিয়ামের বয়স ৩৭। আর তার সন্তানের সংখ্যা ৩৮। ভাবছেন এ আবার কীভাবে সম্ভব হল? হ্যা, এরকমই অবাক করার ঘটনা ঘটিয়েছেন মারিয়াম।

১২ বছর বয়সে বিয়ে হয় মারিয়ামের। আর বিয়ের এক বছর পরেই প্রথম সন্তানের মা হন মারিয়াম। তবে ৩৮ বছরে মারিয়াম ৬ বার যমজ, ৪ বার তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। আর প্রায় প্রত্যেক বছরই একটি করে সন্তান জন্ম দিয়েছেন মারিয়াম।

জানা যায়, মারিয়ামের বাবা নানা মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কের থেকে ৪৪টি সন্তানের জন্ম দিয়েছিল।

সূত্র: নিউজ১৮.কম