মাদারীপুরে বাসের ধাক্কায় এএসআই নিহত
প্রকাশ: ১২ অক্টোবর ২০১৭, ১৩:৪৮
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট
মাদারীপুরের রাজৈর উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক এএসআইয়ের মৃত্যু হয়েছে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো এক পুলিশ।
জেলার সহকারী পুলিশ সুপার সুমন কুমার দেব জানান, রাজৈর বাসস্ট্যান্ডের কাছে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত এসআই মনির হাসান (৩৫) রাজৈর থানায় দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ কর্মকর্তা সুমন বলেন, দায়িত্বপালনের জন্য মোটরসাইকেলে করে যাচ্ছিলেন মনির ও কনেস্টবল ইউসুফ (৫০)। ওই বাসস্ট্যান্ডের কাছে লুনা পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন জানিয়ে তিনি বলেন, আর কনেস্টবল ইউসুফকে চিকিৎসা দেওয়া হচ্ছে।