মহিলাদের টয়লেটে রাহুল গান্ধি!
বিধানসভা নির্বাচনের আগে গুজরাটে প্রচার গিয়েছিলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধি। কিন্তু এই সফরে গিয়ে এমন একটি কাণ্ড ঘটিয়ে ফেললেন তিনি যে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে উঠেছেন তিনি।
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যাতে রাহুল গান্ধিকে মহিলাদের শৌচাগারে ঢুকতে দেখা গিয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই বিদ্রুপের মুখে পড়তে হয়েছে তাকে। বিদ্রুপ করে অনেকে লিখেছেন যিনি পুরুষ ও মহিলাদের শৌচাগার চিনতে পারেন না তিনি রাজ্য কী চালাবে?
গুজরাটের ছোটা উদয়পুর জেলায় ঘটনাটি ঘটেছে। টাউন হলে নতুন প্রজন্মের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে রাহুল আলোচনা করছিলেন। এরপর শৌচাগারে যাওয়ার সময় ভুল করে চলে যায় লেডিজ টয়লেটে। ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বেরিয়ে যান।
কিন্তু তাতেও পিছু ছাড়েনি বির্তক। কংগ্রেসের তরফে একজন জানান, যে টয়লেটে কোনও চিহ্ন না থাকায় তিনি বুঝতে পারেননি।
সূত্র: নিউজ১৮.কম