ভুয়া ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি যুবতীদের বিয়ে
ভুয়া ঠিকানা ব্যবহার করে ভারতে অবস্থান করা বাংলাদেশি যুবতীদের বিয়ে দেয়ার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে মুম্বইয়ের একজন কাজী আলী আবদুল্লাহ রিফাইকে। আদালতে তার বিষয়ে রিমান্ড চাওয়ার কথা পুলিশের।
ওদিকে একই অভিযোগে মুম্বইয়ের প্রধান কাজী ফরিদ আহমেদ খানের কাছ থেকে কাগজপত্র সহ বেশ কিছু ডকুমেন্ট জব্দ করেছে তারা। সেগুলো এখন যাচাই করে দেখা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন ডেকান ক্রোনিক্যাল। এসব কাজী সেখানে কোন বাংলাদেশি যুবতী বা নারীকে ভুয়া ঠিকানা ব্যবহার করে বিয়ে সম্পন্ন করেছেন কিনা তা পরীক্ষা করে দেখছে পুলিশ।
পুলিশের একটি দল এরই মধ্যে জব্দ করা কাগজপত্রে অসঙ্গতি খুঁজে পেয়েছে। তাতে কিছু কিছু ক্ষেত্রে পাত্রীর স্থায়ী ঠিকানা হিসেবে স্থানীয় লজ এবং হোটেলের ঠিকানা উল্লেখ করা হয়েছে। এ মামলার তদন্তকারী এক পুলিশ সদস্য বলেন, কাজীর ইস্যু করা কাবিননামায় বর কিংবা কনের বসবাসরত ঠিকানার কোন উল্লেখ নেই। এ ব্যাপারে কোনো কাজীই সদুত্তর দিতে পারছেন না।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা সন্দেহ করছি আলী আবদুল্লাহ রিফাই বাংলাদেশ থেকে আসা মেয়েদের বিয়ে পড়িয়ে দিয়েছেন এবং এটাকে লুকোনোর জন্যে তথ্য জালিয়াতি করেছেন।