• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে অস্ত্র, গুলিসহ আটক ৪৬

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৭, ১০:০৩
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট

কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামী ও অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত থাকায় অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধারসহ ৪৬ জনকে আটক করা হয়েছে। বুধবার মধ্যরাত থেকে  বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। 

বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পূর্বপশ্চিমকে এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, হত্যা মামলাসহ নাশকতা ও নানা অপরাধে জড়িত থাকায় পুলিশ জেলাব্যাপী অভিযান চালিয়ে ৪৬ জনকে আটক করেছে। এ সময় ১টি দেশীয় তৈরি এলজি, ১ রাউন্ড গুলি ও ১টি ককটেল উদ্ধার করা হয়। এদের মধ্যে কুষ্টিয়া সদর থানায় ৩ জন, কুমারখালীতে একটি দেশীয় শর্টগান, ১রাউন্ড গুলিসহ ১২ জন, খোকসায় জামাতের কর্মীসহ ৪জন, মিরপুরে ৪ জন, ভেড়ামারায় ২ জামাতের কর্মীসহ ৪জন,দৌলতপুরে ৮জন ও ইবি থানায় একটি ককটেলসহ ৬ জনকে আটক করা হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস,এম মেহেদী হাসান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এ অভিযান অব্যাহত থাকবে। এতে জেলায় অপরাধ অনেকাংশ কমে আসবে।

সর্বাধিক পঠিত