• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

তালহার হত্যাকারীরা শিগগিরই গ্রেপ্তার: মোহাম্মদ নাসিম

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ২০:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

তালহার হত্যাকারীদের শিগগিরই গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার রাজধানীর ওয়ারীর কে এম দাস লেন সড়কে নিহত তালহার বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন  মোহাম্মদ নাসিম। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, ইতোমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অপরাধীদেরও দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে। আর শুধু গ্রেফতারই হবে না, বিচারও নিশ্চিত করা হবে। আমি সরকারের পক্ষ থেকে তালহার পরিবারকে আশ্বস্ত করছি।

গত ৮ অক্টোবর সকালে ড্যাফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী আবু তালহা টিকাটুলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারান।  

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, প্রয়োজনে দ্রুত বিচার আইনে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। আর যাতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সব ধরনের অপরাধের বিরুদ্ধে সমাজের সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানান।