আমি গামছা ধরে চাঁদা তুলে সংগঠন করেছি: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ১৯৬১ সালে ম্যাট্রিক পাস করে ছাত্র রাজনীতি শুরু করেছিলাম। আমি গামছা ধরে এক আনা দুই আনা করে চাঁদা তুলে সংগঠন করেছি, আন্দোলন করেছি। ছাত্র রাজনীতি করেছি, বিড়ি শ্রমিকদের মধ্যে সংগঠন করেছি, রিকশা শ্রমিকদের মধ্যে সংগঠন করেছি, হোটেল শ্রমিকদের মধ্যে সংগঠন করেছি। ছাত্র জীবনে আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেল খেটে কষ্ট করেছি। বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক সরকারের আমলে জেল খেটে কষ্ট করেছি। কিন্তু আজকে জীবনের এই সময়ে এসে এসব কষ্টের স্মৃতি মনে হলে আমাকে আনন্দ দেয়।
গত সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সার্কিট হাউসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে গিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
বিভিন্ন জনের বিভিন্ন দাবি-দাওয়া এবং স্থানীয় সমস্যা সমাধানের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, রাষ্ট্রপতির তেমন কাজকর্ম নেই, করণীয় নেই। এটা একটা আলঙ্কারিক পদ। হাস্যরসের ছলে তিনি বলেন, রাষ্ট্রপতির দুইটা ক্ষমতা আছে, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ দেয়া। রাষ্ট্রপতির আরেকটা ক্ষমতা আছে। আমি কাউকে মার্ডার করে ফেললে ধরতে পারবে না। কিন্তু প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিদের ধরতে পারবে। তবে ক্ষমতা চলে যাবার পর আমাকে ধরতে পারবে।