• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ধর্ম মানে মানুষকে ভালোবাসা, আগুন ধরানো নয়

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ২৩:১৮ | আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ২৩:২২
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন, ধর্মের অপর নাম মানুষকে ভালোবাসা, মানুষকে এক করে রাখা। ধর্ম মানে আগুন ধরানো নয়, আগুন নিভিয়ে দেয়া। সকলকে ভালো রাখার ও ভালোবাসার নামই ধর্ম। যে ধর্ম মানবিকতার কথা বলে সেটাই সবচেয়ে বড় ধর্ম। একতাই সম্প্রীতি, ধর্ম আমাদের এটাই শেখায়।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে পুলিশের পক্ষ থেকে আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে তিনি ওই মন্তব্য করেন।

মমতা বলেন, বাংলা যা পারে, অন্য কেউ তা পারে না। আমি চ্যালেঞ্জ করে বলি, গণপতি বিসর্জন ও মহরম কেউ একসঙ্গে করে দেখাতে পারবে না। বিহারে মহরমের দিন বিসর্জন বন্ধ ছিল, উত্তরপ্রদেশেও ছিল, সেখানে তো কেউ কিছু বলেনি! এখানে আদালতে মামলা পর্যন্ত করা হয়েছে! আমরা আদালতের আদেশ মেনেছি। কিন্তু মানুষ যেটা মানে সেটাই সবচেয়ে বড় বিচার।

মমতা বলেন, মহরম ও পুজো একসঙ্গে ছিল। ১৯৮২ সালে একইসঙ্গে মহরম ও পুজো পড়েছিল। গত ৪/৫ বছর ধরে বাংলার মানুষ গোটা দেশের সঙ্গে পুজো-মহরম একসাথে করে এসেছে। কিন্তু, কোনও ঘটনা ঘটেনি, পুজো-মহরম বাংলার মানুষ এক সঙ্গে পালন করেছে। এজন্য কৃতিত্ব সকল মানুষের।

মমতা বলেন, অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু আমি কৃতজ্ঞ বাংলার মানুষ ওই খেলায় পা দেয়নি, বাংলার মানুষ ওই চক্রান্তে পা দেয়নি। আমি সকলকে আমার সালাম ও প্রণাম জানাই।

‘ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। সব মানুষ মিলিত হতে পারলে, তবেই তো উৎসব উৎসারে উৎসারিত হয় বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দোয়াপধ্যায় মন্তব্য করেন।

সর্বাধিক পঠিত