• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাস্তি দিতে গিয়ে ৩ বছরের মেয়েকে হারালেন বাবা

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ২১:১৫
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট

দুধ না খাওয়ায় ৩ বছরের মেয়েকে বাড়ি থেকে বাইরে বের করে দিয়েছিলেন এক বাবা। এরপর থেকে মেয়েটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় বাবা ওয়েলসি ম্যাথুসকে আটক করেছে মার্কিন পুলিশ। গত শনিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে।

রয়টার্স জানায়, জানায়, শনিবার ভোরে পালক মেয়ে সারাহকে দুধ খেতে দিয়েছিলেন ৩৭ বছরের ম্যাথুস। কিন্তু সারাহ দুধ না খাওয়ায় তিনি খুব রেগে যান। শাস্তি দেয়ার জন্য শিশুটিকে ফ্লাটের বাইরে বের করে দেন। তখনও পুরোপুরি সকাল হয়নি। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ভীত সারাহ তখন একা একা কম্পাউন্ডে একটা গাছের কাছে দাঁড়িয়ে ছিলো। আর দরজা বন্ধ করে ঘরে চলে আসেন অবিবেচক ম্যাথুস। মেয়েকে ঘরে নিতে বাইরে আসেন প্রায় মিনিট ১৫ পরে। কিন্তু ততক্ষণে লাপাতা হয়ে গেছে ফারাহ।

তিনি তাকে খুঁজতে গিয়ে নষ্ট করেন আরো কিছু সময়। দীর্ঘ ৫ ঘণ্টা খোঁজাখুজির পরও তিনি মেয়েকে না পাওয়ায় পুলিশকে জানান। মেয়ে সারাহকে বিপদে ফেলার দায়ে তাকে আটক করে পুলিশ। পরে অবশ্য মুচলেকা দিয়ে জামিনে ছাড়া পেয়েছেন ম্যাথুস। তবে এ বিষয়ে তার কোনো বক্তব্য জানা যায়নি। শিশু সারাহর জন্ম ভারতে। ম্যাথুসের পরিবার তাকে দত্তক নিয়েছিলো। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে থেকেই অপুষ্টিতে ভুগছিলো সে।

সূত্র: রয়টার্স

সর্বাধিক পঠিত