• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ছিনতাই মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ০০:৪১
চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট
চাঁদপুর সদর উপজেলার দেবপুর এলাকায় ১৬ লাখ টাকা মূল্যমানের ডলার, সৌদি রিয়াল ও নগদ টাকা ছিনতাই করার অভিযোগে রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান কাঞ্চন পাটোয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে ইউনিয়নের রামপুর এলাকার পাটোয়ারী বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার বিবরণীতে জানা যায়, ২৫ সেপ্টেম্বর সকাল সোয়া ৬টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে হাজীগঞ্জ পৌরসভার মুকিবাদ এলাকার মাহমুদ হাছান নামে এক ব্যক্তির গতিরোধ করে অভিযুক্ত কাঞ্চন ও তার সহযোগীরা। এ সময় তারা হাছানকে বেধড়ক মারধর করে ১৬ লাখ টাকা মূল্যমানের ডলার, রিয়াল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। মাহমুদুল হাসান কয়েকদিন চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর গত ৬ অক্টোবর চাঁদপুর মডেল থানায় কাঞ্চন পাটোয়ারীকে প্রধান আসামি করে মামলা করেন। বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান বলেন, অভিযোগের আলোকে কাঞ্চন পাটোয়ারীকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের সুবিধার্থে তার সহযোগীদের নাম আপাতত বলা যাচ্ছে না।

সর্বাধিক পঠিত