• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কাজ করছে সরকার: কাদের

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১৫:১৩
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট

রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে মন্তব্য করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাদের ওই দেশে ফেরত পাঠানো হবে। সরকার তাদের মিয়ানমার ফেরত পাঠানোর উদ্দেশে কাজ করছে। তাদের ফেরত পাঠানো আমাদের জন্য গুরুত্বপূর্ণ ও এখন এটি সরকারের মূল লক্ষ্য। সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় কর্ণফুলী টানেলের জন্য নির্ধারিত এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী আরো বলেন, রোহিঙ্গারা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে সেই দিকে সরকারের সর্তক দৃষ্টি রয়েছে। রোহিঙ্গারা যাতে ইয়াবা পাচারসহ অপরাধী চক্রের সঙ্গে জড়িয়ে পড়তে না পারে সে জন্য নজরদারি বাড়াতে আইন -শৃংখলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রোহিঙ্গাদের ওপর সর্তক দৃষ্টি রেখেছে।

ওবায়দুল কাদের বলেন, বর্তমানে প্রায় সাড়ে ৫ লাখ রোহিঙ্গা আছে। প্রতিনিয়ত আরও আসছে। এ বিপুল জনগোষ্ঠীর ভরণ পোষণ একটা চ্যালেঞ্জ। জাতিসংঘকে রোহিঙ্গা ইস্যুতে আরও কঠোর অবস্থান নিতে হবে।

কর্ণফুলী টানেল নিয়ে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের সঙ্গে অর্থ ছাড়ের বিষয়টি জড়িত। আগামী নভেম্বর মাসের দিকে অর্থ ছাড় হতে পারে বলে তিনি আশা  প্রকাশ করেন।

সর্বাধিক পঠিত