• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

‘মাইকিং করে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান’

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১৩:৩৪ | আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৩:৩৫
যশোর প্রতিনিধি
প্রিন্ট

যশোর শহরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ওই  চারতলা বাড়িতে অভিযান শুরু হয়েছে। মাইকিং করে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে বলে জানান যশোর জেলা পুলিশ সুপার আনিসুর রহমান। সোমবার বেলা ১১টা ২৫ মিনিটে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার।

তিনি আরো বলেন, মাইকিং করে ওই বাড়ি থেকে সবাইকে বেরিয়ে এসে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। তাদের বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে বেরিয়ে আসতে।

পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ওই ভবন থেকে পাঁচটি পরিবারকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। সেখানে জঙ্গি মারজানের ছোট বোন খাদিজা রয়েছে। অমরা তাকে নেমে আসার আহ্বান জানিয়েছি। সেই সঙ্গে  মোবাইল ফোনও অন করতে বলেছি।

এর আগে সোমবার বেলা সোয়া ১১টার দিকে ওই জঙ্গি বাড়িতে অভিযান শুরু হয়। এএসপি মাহবুবের নেতৃত্বে সোয়াটের একটি টিম যশোরে পৌঁছায়। এর পর বেলা সোয়া ১১টার দিকে পরিদর্শন শেষে অভিযান শুরু হয়। রোববার মধ্যরাত থেকে শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার ওই বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘোপ নওয়াপাড়া রোড মসজিদের পেছনের বাড়ির মালিক যশোর জিলা স্কুলের শিক্ষক হায়দার আলী জানান,  চারতলা বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া মশিউর রহমানের ফ্ল্যাটে জঙ্গি রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তিনি একটি হারবাল কোম্পানিতে চাকরি করেন। তার বাড়ি কুষ্টিয়ায়।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কেএম আজমল হুদা জানিয়েছেন,  রোববার রাত ২টা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় অবস্থান নিয়ে বাড়িটি ঘিরে রাখে।

সর্বাধিক পঠিত