• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার নেটওয়ার্কের ড্রোন ভিডিওতে রোহিঙ্গাদের বিপন্নতা

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৭, ১৬:৫৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

সম্প্রতি প্রচার হওয়া বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরের এক ভিডিওতে পৃথিবীর সবথেকে বিপন্ন ওই জনগোষ্ঠীর মানবিক আর্তনাদ ধরা দিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক ১৩টি মানবাধিকার সংগঠনের নেটওয়ার্ক ডিজেস্টার ইমার্জেন্সি কমিটি চলতি মাসেই ভিডিওটি ধারণ করে।

ডিজেস্টার ইমার্জেন্সি কমিটির ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, কক্সবাজারের বালুখালি সীমান্তে ওই ভিডিওটি ধারণ করা হয়েছে। এতে বিপন্ন রোহিঙ্গা সম্প্রদায়ের মানবিক আর্তনাদ ধরা দিয়েছে।

২৫ আগস্ট নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে বিদ্রোহীদের হামলার পর ক্লিয়ারেন্স অপারেশন জোরদার করে মিয়ানমারের সেনাবাহিনী। ওই সহিংসতায়  এ পর্যন্ত ৫ লাখ ১৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। পূর্বের চার লাখের সঙ্গে যুক্ত হয়ে সবমিলে প্রায় ৯ লাখ রোহিঙ্গা শরণার্থী এখন বাংলাদেশের আশ্রয়ে। ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াকিনস আগামী ৬ মাসে আরও ৩ লাখ রোহিঙ্গার বাংলাদেশে প্রবেশের আশঙ্কার কথা জানিয়েছিলেন ক’দিন আগেই। রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ১২ লাখে পৌঁছাতে পারে বলে আশঙ্কা জানিয়েছিলেন তিনি।

নিজ দেশে নৃশংসার শিকার হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা মানবিক বিপর্যয়ের মুখে রয়েছেন। খাদ্য সঙ্কট দিনকে দিন প্রকট হচ্ছে। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সেখানে সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে শরণার্থী শিবিরগুলোতে কলেরাসহ পানিবাহিত অন্যান্য রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

দেখুন সেই ভিডিও:

সর্বাধিক পঠিত