• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নোবেল শান্তি পুরস্কারে মনোনয়ন পেয়েছিলেন কারা?

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ১৯:২৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

১৯০১ সালে থেকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হচ্ছে। এ পর্যন্ত ১৩০ জনকে এ পুরস্কার দেয়া হয়েছে।

নোবেল পুরস্কার সংস্থার মতে, শান্তিতে নোবেল বিজয়ীদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলেন মার্টিন লুথার কিং, মালালা ইউসুফজাই, মাদার তেরেসা, ইলি ওয়াইসেল, নেলসন ম্যান্ডেলা এবং রিগোবার্তা মেঞ্চু।

নোবেল শান্তি পুরস্কারে কাদের মনোনয়ন দেয়া হয় তা কেউ জানেন না। তবে এ বিষয়ে নরওয়ের শান্তি গবেষণা ই্ন্সটিটিউট একটি তালিকা দিয়েছে। এটা যেহেতু অনুমানভিত্তিক তাই নাও মিলতে পারে।

তালিকায় জনপ্রিয় নামগুলো হলো- ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি, সিরিয়ার প্রতিরক্ষায় কাজ করা 'দ্য হোয়াইট হেলমেট ও এটির নেতা রাইদ আল সালেহ, তুরস্কের সাংবাদিক কান দুনদার ও তার সম্পাদিত পত্রিকা কামহুরিয়েত, জাতিসংঘের শরণার্থী কমিশন ও এর প্রধান ফিলিপো গ্রান্ডি, পোপ ফ্রান্সিস, আমেরিকার সিভিল লিভারটিস ইউনিয়ন ও সৌদি ব্লগার রাইফ বাদাওয়ি।

সূত্র : গার্ডিয়ান