টেকো পুরুষরাই বেশি ড্যাশিং!
মাথায় টাক পড়তে শুরু করলেই সচেতন হয়ে ওঠেন পুরুষরা। বয়স সবে ৩৫-এর কোঠা পেরিয়েছে এখনই এই হাল? কোনোমতে চুলের কায়দা করে টাক ঢাকার চেষ্টা শুরু করেন বেশিরভাগই। পকেট একটু ভারি হলে হেয়ার উইভিংয়ের কথাও ভাবেন কেউ কেউ। টাক নিয়ে এত লজ্জা সত্ত্বেও কিভাবে দিন দিন বেড়ে চলেছে ডেন জনসন, ব্রুস উইলিস বা ভিন ডিজেলের মতো অভিনেতাদের ভক্ত সংখ্যা? অনুপ্রাণিত হয়ে কেনই বা ফ্যাশনিস্তা পুরুষরা কামিয়ে ফেলছেন মাথা?
উত্তর খুঁজতে তিনটি গবেষণার সাহায্য নিয়েছিলেন ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার গবেষকরা। প্রথমে অল্প কয়েকজন অংশগ্রহণকারীকে নিয়ে সমীক্ষার পর ধীরে ধীরে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়াতে থাকেন গবেষকরা।
প্রথম সমীক্ষায় অল্প সংখ্যক অংশগ্রহণকারী ছিলেন। ৫৯ জন অংশগ্রহণকারীর ৩৫ জনই ছিলেন নারী। যাদের বিভিন্ন হেয়ার স্টাইলের পুরুষদের ছবি দেখিয়ে মতামত জানতে চাওয়া হয়। ছবি দেখে অংশগ্রহণকারীরা জানান টাক বা কম চুলের অধিকারী পুরুষদেরই তাদের বেশি আকর্ষণীয় মনে হয়। দ্বিতীয় সমীক্ষায় অংশ নিয়েছিলেন ৩৪৪ জন। যাদের অর্ধেকের বেশিই নারী। বিভিন্ন চেহারা ও গড়নের পুরুষদের সম্পর্কে মতামত জানতে চাওয়া হয় তাদের কাছে। দেখা গেছে, অংশগ্রহণকারীরা টাক বা কামানো মাথার পুরুষদের বেশি পুরুষালী, শক্তিশালী ও হ্যান্ডসাম হিসেবে ভোট দিয়েছেন। ৫৫২ জন অংশগ্রহণকারীকে নিয়ে তৃতীয় সমীক্ষা চালানো হয়।
বিভিন্ন পুরুষের সম্পর্কে লিখিত ও মৌখিক প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। সমীক্ষার ফলে দেখা গেছে, টাক বা কামানো মাথার পুরুষদেরই সবচেয়ে আকর্ষণীয় মনে করেন নারীরা। কী বুঝলেন গবেষণা থেকে? আনন্দবাজার পত্রিকা