• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

‘শেখ হাসিনা এখন বিশ্ব মানবতার প্রতীক’

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৯:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে সম্মানের শিখরে পৌঁছে দিয়েছেন। শেখ হাসিনাই এখন বিশ্ব মানবতার প্রধান নেতা, বিশ্ব শান্তির পথ প্রর্দশক। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্থান মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ শাখা যুবলীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। 
 
যুবলীগের চেয়ারম্যান বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যতগুলো সাংগঠনিক জেলা ইউনিট রয়েছে, এরমধ্যে সবচেয়ে শক্তিশালী ও ঐক্যবদ্ধ ইউনিট ঢাকা মহানগর দক্ষিণ। আজ আমি ঢাকা মহানগর দক্ষিণকে অফিসিয়াল শ্রেষ্ঠ সংগঠন হিসেবে ঘোষণা করছি। এর মধ্য দিয়ে যুবলীগের ৭২টি সাংগঠনিক জেলার মধ্যে শ্রেষ্ঠ সাংগঠনিক জেলার স্বীকৃতি পেল ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।
 
যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুবলীগ নেতা মিজানুল ইসলাম মিজু, মাইনউদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, নাজমুল হোসেন টুটুল, এনামুল হক আরমান, মোরসালিন আহম্মেদ, জাফর আহম্মেদ রানা, ওমর ফারুক, খালেদ মাহমুদ ভুইয়া, আরমান হক বাবু, এমদাদুল হক এমদাদ প্রমুখ উপস্থিত ছিলেন।