• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন শুরু

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৬:৪৯
নয়াদিল্লি প্রতিনিধি
প্রিন্ট

ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভারতীয় অর্থনৈতিক সম্মেলন। তিনদিনব্যাপী এ সম্মেলন শেষ হবে শুক্রবার। সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এরই মধ্যে ভারতের নয়া দিল্লিতে পৌঁছেছেন।

ভারতীয় অর্থনীতির পাশাপাশি আন্তর্জাতিক দ্বন্দ্ব, দারিদ্র্য, পরিবেশগত সমস্যা সমাধানের বিষয় নিয়ে এ সম্মেলনে আলোচনা হবে। পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। তিনদিনের সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী কয়েকটি সেশনে বক্তব্য রাখবেন এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এরই মধ্যে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বুধবার নৈশভোজে অংশগ্রহণ করেন।

সর্বাধিক পঠিত