দম্পতির বিছানায় বিষধর সাপ, অতঃপর (ভিডিও)
প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৭, ১৫:৩৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট
শোবার ঘরে ইঁদুর দৌড়াতে দেখলেই না মারা পর্যন্ত ঘুম আসে না অনেকের। অনেকে হয়তো অলসতা করে ‘মানবতার খাতিরে’ সব দেখেও ঘুমাতে যান। তবে বেদে ছাড়া ঘরে সাপ নিয়ে ঘুমানোর মানুষ পাওয়া মুশকিলই বটে।
সারাদিন পরিশ্রমের পর রাতে বিছানায় ঘুমাতে গিয়েছিলেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। কিন্তু বিছানায় শোয়ার আগেই তারা যা দেখলেন, তাতে চোখ একেবারে ছানাবড়া।
ভয়ঙ্কর এক বিষধর সাপ ঘোরাফেরা করছিল তাদের বিছানায়। যেনতেন সাপ নয় সেটি। অস্ট্রেলিয়ার অন্যতম বিষধর সাপ ইস্টার্ন ব্রাউন স্নেক। পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক বিষধর সাপ হল এই ইস্টার্ন ব্রাউন স্নেক।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাপটি বিছানার চাদরের তলায় লুকিয়েছিল। ঘুমাতে যাওয়ার সময়ই সাপটি ফোঁস করে ওঠে।
বিছানায় সাপ দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে স্নেক ক্যাচারকে খবর দেন ওই দম্পতি। ব্রিসবেনের সেই স্নেক ক্যাচার সাপটির ছবি ফেসবুকে আপলোড করেন। ওই স্নেক ক্যাচার জানান, সাপটি দৈর্ঘ্যে ৪ দশমিক ৫ ফুট লম্বা। তবে সাপটি ৭ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।
এমনিতিই ইস্টার্ন ব্রাউন স্নেক মানুষের বসবাস যেখানে থাকে, সেখানে খুব একটা আসে না। কিন্তু এরা খুবই সাংঘাতিক হয়। তাই এবার থেকে ঘরের সমস্ত জানালা ও দরজা সব সময়ে বন্ধ করে রাখবেন বলে জানিয়েছেন আতঙ্কিত ওই দম্পতি।
সেই সঙ্গে তারা সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন, এ যাত্রায় বাঁচিয়ে দেয়ার জন্য।