• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আমেরিকায় সুন্দরী প্রতিযোগিতার বিচারক মোনালিসা

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৪:৫৫
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট

ছোট পর্দার অভিনেত্রী মোনালিসা এখন আমেরিকা প্রবাসী। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) তার জন্মদিন। এ উপলক্ষে মার্কিন মুলুক থেকে একটি সুখবর দিলেন তিনি।

মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড প্রতিযোগিতায় বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন মোনালিসা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ খবর জানান। এ আয়োজনের আন্তর্জাতিক তারকা বিচারক প্যানেলে এবারই প্রথম স্থান পেলেন বাংলাদেশের কেউ। আমন্ত্রণের চিঠিটি গত ২২ আগস্ট পেলেও জন্মদিনে এটি শেয়ার করেছেন বলে জানান তিনি।   

মোনালিসার ভাষ্য, ‘এবারই প্রথম কোনও প্রতিযোগিতায় বিচারক হতে যাচ্ছি। এই আমন্ত্রণ পেয়ে আমি গর্বিত। এটা আমার কাছে বিশেষ ও দারুণ একটি সম্মান। আন্তর্জাতিক বিচারক হিসেবে এখানে অংশ নেবো ভেবে আমি উচ্ছ্বসিত। বিশ্বের ৩৫টি দেশে অনুমোদিত মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড হলো ভারতের একমাত্র আন্তর্জাতিক প্রতিযোগিতা।’

নিউ জার্সির রয়েল আলবার্ট’স প্যালেসের দ্য প্লাজায় শুক্রবার (৬ অক্টোবর) আর গ্র্যান্ড বলরুমে আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড ও মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড প্রতিযোগিতা। প্রথম দিন ইভেনিং গাউন আর দ্বিতীয় দিন ভারতীয় পোশাকে সেজে বিচারকদের সামনে আসবেন প্রতিযোগীরা।

মোনালিসা এখন আমেরিকার টাইম টেলিভিশনে হেড অব প্রোগ্রাম ও ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সবশেষ গত এপ্রিলে বাংলাদেশে এসেছিলেন তিনি। আবার দেশে ফিরবেন কবে জানতে চাইলে মোনালিসা বলেন, ‘এ বছর আর আসা হবে না। তবে আগামী বছরের জানুয়ারির শেষে দেশে আসবো।’

সর্বাধিক পঠিত