মঙ্গলবার সিআইইউ-সিএসই’র যৌথ সেমিনার
বিনিয়োগকারীদের সচেতন করণ এবং তাদের সুরক্ষা বলয় সম্প্রসারণে লক্ষে বিশ্বব্যাপী সিকিউরিটিজ নিয়ন্ত্রণকারী সংস্থা ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসকো)’ উদ্যোগে ২ থেকে ৮ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৭।
বাংলাদেশও আইওএসকো’র একটি সদস্য রাষ্ট্র। তাই দেশের পক্ষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে দেশের সকল বিভাগীয় শহরে শোভাযাত্রা এবং বিনিয়োগ বিষয়ে বিভিন্ন সেমিনার।
এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিন্যান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইনভেস্টরস্ প্রটেকশন’ শীর্ষক সেমিনার।
সিআইইউ মিলনায়তনে অনুষ্ঠেয় এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সিআইইউর ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদ, সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার।