• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জার্মানি দেখলো প্রথম সমকামী বিয়ে

প্রকাশ:  ০২ অক্টোবর ২০১৭, ১৮:২৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

আইনত বৈধ হওয়ার পর রোববার জার্মানিতে প্রথমবারের মতো দুই পুরুষ আবদ্ধ হয়েছেন সমকামী বিবাহবন্ধনে। কার্ল ক্রেইলি এবং বোডো মেনডে বার্লিনে ৩৮ বছর ধরে একসঙ্গে থাকছেন। এই শহরের শোনেবার্গ এলাকার টাউন হলে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।

২০০১ সাল থেকেই জার্মানিতে সমকামিতা বৈধ। এমনকি ‘রেজিস্টার্ড পার্টনারশিপ’-এর মাধ্যমে আইনত এক ছাদের নিচেও থাকতে পারেন তারা। কিন্তু এতদিন পর্যন্ত সমকামী বিয়ে বৈধ ছিল না দেশটিতে।

চলতি বছরের জুন মাসে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল অবশেষে সমকামীদের বিয়ের প্রশ্নে ভোট গ্রহণের অনুমতি দেন। এরপর সংসদের গণভোটে সমকামীদের বিয়ের ব্যাপারটি বৈধতা পায়।

এই আইনের ফলে বিপরীতকামী দম্পতিদের মতোই ট্যাক্স সুবিধা ও দত্তক নেওয়ার অধিকার পাবেন সমকামী দম্পতিরা।

সূত্র: বিবিসি

সর্বাধিক পঠিত