• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আমিও যৌন হেনস্থার শিকার হয়েছি: বিজেপি সাংসদ

প্রকাশ:  ০২ অক্টোবর ২০১৭, ১৮:১৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

‘এ দেশের(ভারত) প্রায় প্রতিটি নারীই যৌন হেনস্থার শিকার হয়। আমি নিজেও হয়েছি।’ গতকাল রোববার এ মন্তব্য করেছেন মহারাষ্ট্রের ভারতীয় জনতা পার্টি(বিজেপি)’র সাংসদ পুনম মহাজন।

ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট- আহমেদাবাদ (আইআইএম-এ) এর এক সামিটে এই মন্তব্য করেন বিজেপি সাংসদ। প্রতিটি ভারতীয় নারীকেই যে কখনও না কখনও যৌন হেনস্থা হতে হয়েছে, তা মেনে নিয়ে সাংসদ বলেন, আমি নিজেও যৌন হেনস্থার শিকার হয়েছি।

আইআইএমের শিক্ষার্থীদের সামনে উত্তর মুম্বাইয়ের বিজেপি সাংসদ বলেন, ‘যখন গাড়ি ছিল না, লোকাল ট্রেনে করে ওরিল থেকে ভারসোবা পড়তে যেতাম। কত পুরুষের কু-নজর এর শিকার হয়েছি, হিসেব নেই। এ বিশ্বে এবং ভারতেও প্রতিটি নারীকেই এই হেনস্থার শিকার হতে হয়। তবে এর ভয়ে পিছপা না হওয়ার পরামর্শ দেন পুনম। তিনি বলেন, এর জন্য ভয় পাবেন না। লড়াই করে এগিয়ে যান।

রাজনীতিতেও মহিলাদের প্রাপ্য সম্মান নিয়ে সরব হন বিজেপি সাংসদ।

পুনম মহাজন বলেন, রাজনীতিতে কম মেধাবি পুরুষদের জন্য জায়গা রয়েছে। নারীদের জন্য নেই। তাই আমাদের সবসময় সেরাটা দিয়ে জায়গা অর্জন করতে হয়। তবে এদেশের পরিস্থিতি ‘মার্কিনি রাজনীতি’র থেকে ভালো বলেই মনে করেন প্রয়াত বিজেপি নেতা প্রমোদ মহাজনের কন্যা।