• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পুরস্কার পেলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

প্রকাশ:  ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নারী উন্নয়নে কাজ করার স্বীকৃতিস্বরূপ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি 'Women of the Decade In public Life & Leadership Award' লাভ করেছেন। ৭ ফেব্রুয়ারি রোববার Women's Indian Chamber of Commerce and Industries (WICCI)-এর পক্ষ থেকে তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়।

এর আগে শিক্ষামন্ত্রী ৭ ফেব্রুয়ারি বেলা ৩টায় Bangladesh-India Business Council of Women's Indian Chamber of Commerce and Industries (BIBC Of WICCI) ও এসএমই ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে 'Non Financial Challenges and Opportunities for Women Entrepreneurs' শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

সর্বাধিক পঠিত