• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ADR/ODR-এর প্যানেল মেম্বার হলেন চাঁদপুরের ব্যারিস্টার নিশাত সোনিয়া

প্রকাশ:  ৩০ জানুয়ারি ২০২১, ১৩:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জ উপজেলার ৫৭/১, আলীগঞ্জ নিবাসী মরহুম হাজী আবদুর রব (চেয়ারম্যান)-এর নাতনি ব্যারিস্টার নিশাত সোনিয়া আন্তর্জাতিক ADR/ODR-এর প্যানেল মেম্বার হয়েছেন।


তিনি একই উপজেলার আমীর হোসেন ও শাহীন আফরোজের কনিষ্ঠ কন্যা। তিনি Alternative Dispute Resolution/Online Dispute Resolution-এর প্যানেল মেম্বার হওয়ায় সকলের নিকট দোয়া চেয়েছেন।


বর্তমানে তিনি লন্ডনে আইন পেশায় নিয়োজিত আছেন। তিনি সিভিল কমার্শিয়াল মিডিয়েটর হিসেবে দক্ষ। বাংলাদেশসহ বিশ্বের ৪৫টি দেশ থেকে কমার্শিয়াল মিডিয়েশন সংক্রান্ত আইন সেবা পেতে তার সাথে যোগাযোগের ঠিকানা : https//www.adrodrinternational.com/nishat-sonia

সর্বাধিক পঠিত