আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
প্রকাশ: ২৮ মার্চ ২০১৯, ০৯:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
থাইল্যান্ডের ব্যাংককে ঊঝঈঅচ-এর ঝরীঃয ঝবংংরড়হ ড়ভ ঃযব অংরধ-চধপরভরপ ঋড়ৎঁস ড়হ ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে প্যানেল আলোচনায় অংশ নেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। শিক্ষার মাধ্যমে নারী ও পিছিয়েপড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে বাংলাদেশের গৃহীত পদক্ষেপ সম্পর্কে বক্তব্য রাখেন তিনি। মধ্যাহ্নভোজের আলোচনায় রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত, নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের লক্ষ্যে সহযোগিতা করার জন্যে জাতিসংঘ ও ঊঝঈঅচ অঞ্চলের দেশসমূহসহ সকলকে আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের এই নারী নেত্রী প্রথম নারী শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।