• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আন্তর্জাতিক নারী দিবসে চাঁদপুরের মুরশিদাসহ ১২ নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান

প্রকাশ:  ২২ মার্চ ২০১৯, ০১:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্যে ১২জন নারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। এই ১২ জনের মধ্যে মুরশিদা খানম নামে একজন রয়েছেন চাঁদপুরের কৃতী সন্তান। বুধবার সন্ধ্যায় ঢাকার সেগুনবাগিচাস্থ আক্তার-ইমাম ফাউন্ডেশন মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস্ ‘নারীর অগ্রযাত্রায় বাংলাদেশ' শীর্ষক এক সেমিনারে এ সম্মাননা প্রদান করা হয়। সংগঠনের চেয়ারম্যান লুতফুল আহসানের সভাপ্রধানে ১২জন নারীকে এ সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য কবি কাজী রোজী। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন এনবিআর-এর সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মজিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ফাতেমা ইসরাত রেখা প্রমুখ।
সম্মাননা প্রাপ্তরা হলেন : মুরশিদা খানম, শাহিদা আক্তার, নিঘাত সীমা, বাসন্তি প্রভা পালিত, নাজমুন নাহার, ইশরাত জাহান রেখা, আয়শা ফ্লোরা, আতিকা ইমরান, জোতসনা জ্যোতি, মাহফুজা আরা চৌধুরী,নাজমা সফিক ও ফিরোজা মাহতাব।

 

সর্বাধিক পঠিত