• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ডাঃ দীপু মনির শুভেচ্ছা

প্রকাশ:  ১৬ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলাবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক

পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাঙালির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। যা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। আজ আমরা সেই বিজয়ের ৪৭ বছর পূর্তি উদ্যাপন করছি। দীপু মনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির কাছে যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন তার সবগুলো তিনি পর্যায়ক্রমে বাস্তবায়ন করছেন। আর এ অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে সেই পরাজিত শক্তি এবং তাদের দোসররা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি, দেশী-বিদেশী কোনো ষড়যন্ত্রই আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না যদি বাঙালি ঐক্যবদ্ধ থাকে।
ডাঃ দীপু মনি বলেন, তবে এবারের বিজয় দিবস খুবই গুরুত্বপূর্ণ এবং ভিন্ন আমেজের ও ভিন্ন মাত্রার। আর তা হচ্ছে-বিজয়ের মাস ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী ৩০ ডিসেম্বর এ নির্বাচনের ভোটগ্রহণ। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে বাঙালি যেমনি মহাবিজয় অর্জন করেছে এবারো তেমনি মহাবিজয় অর্জিত হবে ইনশাআল্লাহ্। তিনি চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার সকল মানুষের দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।

সর্বাধিক পঠিত