বিজয় মেলায় দর্শনার্থী হয়ে সাধারণ মানুষের সাথেই কেনাকাটা করলেন ডাঃ দীপু মনি এমপি
চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মাঠে দর্শনার্থী হয়ে সাধারণ মানুষদের সাথে মিশে গিয়ে বিজয় মেলা থেকে বিভিন্ন পণ্য কিনলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ডাঃ দীপু মনি। গতকাল ১০ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় হঠাৎ করেই তিনি বিজয় মেলাতে ঘুরতে ও কেনাকাটা করতে আসেন। এ সময় তিনি বিজয় মেলায় হাজারো মানুষের ¯্রােতে মিশে যান একজন সাধারণ মানুষ হিসেবে। তিনি বিভিন্ন দোকান ঘুরে ঘুরে অন্য ক্রেতাদের মতোই বিভিন্ন পণ্য ক্রয় করেন। মেলা মাঠে প্রবেশ করে তিনি প্রথমে বিজয় মেলার বিভিন্ন দোকানীদের সাথে দেখা করে কুশল বিনিময় করেন। পরবর্তীতে মেলার কর্মকর্তাদের বসার স্থানে কিছু সময় অবস্থান করেন। তিনি তাঁর ইচ্ছে অনুযায়ী মেলার একটি চটপটির দোকান থেকে চটপটি ও ফুসকা খাওয়ার ইচ্ছা পোষণ করেন। এরপর তিনি মেলার আয়োজকদেরকে বলেন, মাঠটি আমি ঘুরে দেখব। তবে কেউ রাস্তা পরিষ্কার করবেন না। আমি মানুষের ভিড়েই হাঁটব। আপনারা আমার সাথে সবাই দলগতভাবে আসবেন না। দু-একজন ছাড়া অন্যরা না আসলে নিজেকে সাধারণ মানুষ হিসেবে গণ্য করতে পারব। ডাঃ দীপু মনি এমপি বিজয় মেলার মাঠে প্রবেশ করায় মেলা প্রাঙ্গণ যেন প্রাণময় হয়ে উঠেছিল। তিনি দীর্ঘ সময় বিভিন্ন দোকান ঘুরে ঘুরে পছন্দ মত পণ্য ক্রয় করেন। প্রায় ৩০ মিনিট অবস্থান করে তিনি বিজয় মেলার মাঠ ত্যাগ করেন।