• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তির সিএনজি স্কুটার চালক ইব্রাহীম সততার উজ্জ্বল দৃষ্টান্ত

তিনি শুধু গতকাল এক ব্যক্তির মানিব্যাগ ফেরৎ দেননি, অন্তত একশ’ বার যাত্রীদের প্রাপ্ত মালামাল ফেরৎ দিয়েছেন

প্রকাশ:  ৩০ নভেম্বর ২০১৮, ১২:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল ২৯ নভেম্বর বৃহস্পতিবার ভোরে শাহরাস্তি গেট থেকে সূচিপাড়া সড়কে চলার সময় সিএনজি স্কুটার চালক ইব্রাহীম সড়কে একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখে হাতে তুলে নিলেন এবং সিএনজিতে থাকা যাত্রীকে বললেন, স্যার ব্যাগটি পেয়েছি, আপনি দেখেন, মানিব্যাগে কী আছে, আমি ধরবো না। তিনি অন্য স্কুটার চালকদের বললেন, আমি একটি মানিব্যাগ পেয়েছি। যদি কেউ জিজ্ঞেস করে আমার গাড়ির নাম্বারটি (১১৩২) বলে দেবেন।
    অন্যদিকে সূচিপাড়া পানি প্রকল্পের ইঞ্জিনিয়ার খোকন সরদার মানিব্যাগ হারিয়ে সড়কে খুঁজছিলেন এবং অন্য সিএনজি স্কুটার ড্রাভারদের জিজ্ঞাসা করতেই এক ড্রাইভার বললেন, হ্যাঁ, একজন ড্রাইভার পেয়েছেন, যার গাড়ির নাম্বার হলো ১১৩২।
    ইব্রাহীমের বাড়ি শাহরাস্তি উপজেলার উপলতা গ্রামে। তিনি মোঃ সামছুল হকের ছেলে। ইব্রাহীম বললেন, এই পর্যন্ত কমপক্ষে ১শ’ বারের মতো আমি মানুষের (যাত্রীদের) ছামান (মালামাল) পেয়ে ফেরৎ দিয়েছি।  
    মানিব্যাগ ফেরৎ পেয়ে ইঞ্জিনিয়ার খোকন সরদার বললেন, ইব্রাহীম পেশায় যাই হোক না, সে একজন বড় মাপের মানুষ। আমি তাকে স্যালুট জানাই। ব্যাগে প্রায় ৮ হাজার টাকার মতো ছিলো। কিন্তু সে দেখেওনি।

 

সর্বাধিক পঠিত