• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরের কৃতী সন্তান মাকছুদ পাটওয়ারীর ভূমি সচিব হিসেবে যোগদান

প্রকাশ:  ০১ নভেম্বর ২০১৮, ০০:৫৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের কৃতী সন্তান মাকছুদুর রহমান পাটওয়ারী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেছেন। ৩০ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। তিনি তাঁর বর্ণাঢ্য চাকুরি জীবনে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক, সংস্কৃতি মন্ত্রণালয় ও মন্ত্রী পরিষদের অতিরিক্ত সচিব এবং টাঙ্গাইলের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন।
    জনাব মাকছুদ পাটওয়ারী ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা সকদী পাটওয়ারী বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম বদিউজ্জামান পাটওয়ারী ও মাতা মোসাম্মৎ আশরাফুন্নেছা। তিনি চাঁদপুর শহরের পুরাণবাজারেরর স্বনামধন্য ব্যবসায়ী মরহুম তাজুল ইসলাম তাজু হাজীর মেয়ের জামাতা এবং চাঁদপুর চেম্বারের পরিচালক রোটাঃ মাইনুল ইসলাম কিশোর ও ব্যারিস্টার জহির উদ্দিন বাবরের বড় ভগ্নিপতি। তিনি ফরিদগঞ্জের চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন।
    মাকছুদ রহমান পাটওয়ারীর সফলতা কামনা করে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়েছে। তিনি তাঁর দায়িত্ব পালনে চাঁদপুরবাসীর দোয়া কামনা করেছেন। ব্যক্তিজীবনে তিনি ২ ছেলে ও ১ মেয়ের জনক।
    

 

সর্বাধিক পঠিত