ডাঃ দীপু মনি এমপি আজ চাঁদপুর আসছেন
প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৮, ১৯:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি আজ ২৭ অক্টোবর শনিবার সংক্ষিপ্ত সফরে চাঁদপুর আসছেন। আজ সকাল ৭টা ২০ মিনিটে তিনি ঢাকা থেকে নৌপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। চাঁদপুরে পৌঁছে তিনি সকাল ১১টায় চাঁদপুর সরকারি কলেজ আয়োজিত ‘জাতীয় বিজয় ফুল উৎসব-২০১৮’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন। দুপুর ১টায় ডাঃ দীপু মনি এমপি পুনরায় নদীপথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।