• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরের প্রতি প্রধানমন্ত্রীর ভালোবাসার নিদর্শন

প্রকাশ:  ২৩ অক্টোবর ২০১৮, ০১:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর সদরের জন্যে একটি নৌ অ্যাম্বুলেন্স আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। গতকাল সোমবার মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে নৌ অ্যাম্বুলেন্সের প্রতীকী চাবি গ্রহণ করেন ডাঃ দীপু মনি এমপি, চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সাইদুজ্জামান এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সফিকুল ইসলাম। এ অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ নাসিমও ছিলেন। এছাড়া মন্ত্রী নাসিম প্রধানমন্ত্রীর হাতে নৌ অ্যাম্বুলেন্সের একটি মডেল তুলে দেন। উপরে পাশাপাশি দু’টি ছবিতে এ দৃশ্য দেখা যাচ্ছে।
নৌ অ্যাম্বুলেন্সটি চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার চরাঞ্চলের রোগীদের জন্যে ব্যবহৃত হবে। চাঁদপুর ও হাইমচরের চরাঞ্চলের রোগীদের পরিবহনে এ বিশেষ সহযোগিতার ব্যবস্থা করায় মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি।

সর্বাধিক পঠিত